কোর্ট রিপোর্টার : সান্তাহার রেল স্টেশন হতে ১৬৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেপ্তারকৃত ২ মাদক কারবারির জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। ওই ২ মাদক কারবারি হলো হাজতি আসামি দিনাজপুর জেলার পাবর্তীপুর উপজেলার বাবুপাড়ার মোঃ শফিকের ছেলে আঃ কাদের (৩৯) এবং রহমত আলীর মেয়ে সুমা আকতার (২৫)।
বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত -৩ এর বিচারক মোহাঃ জালাল উদ্দিন গত কাল রোববার ওই ২ আসামির জামিনের আবেদন শুনানি শেষে ওই আদেশ দেন। রেলের পাকশী জেলার সান্তাহার রেল থানা পুলিশের এ এস আই উজ্জল চন্দ্র বিশ্বাস গোপন সূত্রে সংবাদ পেয়ে সঙ্গীয় রেল পুলিশদের নিয়ে গত ১৮ আগস্ট বেলা ১ টার দিকে অভিযান চালিয়ে সান্তার রেলস্টেশনের ৩ নং প্লাটফর্মের আরএনবি অফিসের সামনে হতে ওই আসামিদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামি আঃ কাদেরের হাতে স্কুল ব্যাগের মধ্যে রাখা ১০০ বোতল এবং সুমা আকতারের কাছে রাখা চালের বস্তার মধ্যে কাপড়ের ব্যাগে রাখা ৬৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারসহ জব্দ করেন। এ ব্যাপারে রেল পুলিশের এ এস আই উজ্জল চন্দ্র বিশ্বাস বাদি হয়ে ওই ২ আসামির বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় এই মামলা দায়ের করেন।
মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. নাসিম আহমেদ এবং আসামি পক্ষে এড. মিথুন চন্দ্র দেবনাথ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।