ভিডিও

বগুড়ার কাহালুতে পুকুর থেকে জোর করে মাছ ধরার অভিযোগ

সংবাদ সম্মেলন

প্রকাশিত: সেপ্টেম্বর ০১, ২০২৪, ১১:০৯ রাত
আপডেট: সেপ্টেম্বর ০১, ২০২৪, ১১:০৯ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : বগুড়ার কাহালুতে লিজ নেয়া পুকুর থেকে জাল দিয়ে জোর করে মাছ ধরাসহ হুমকি প্রদানের অভিযোগ করা হয়েছে। আজ রোববার (১ সেপ্টেম্বর) সকালের দিকে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন কাহালুর বীরকেদার ইউনিয়নের ছাতুয়ারপাড়া এলাকার মোখলেছার রহমান ভুলু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ওই গ্রামের একটি খাস খতিয়ানের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে তিনি জীবিকা নির্বাহ করে আসছিলেন। গত ৭ আগস্ট একই এলাকার মৃত দীরাজ উদ্দিন খন্দকারের ছেলে ইউনিয়ন যুবদলের নেতা বাবলু খন্দকারসহ তার সহযোগীরা তার চাষকৃত মাছগুলো জাল দিয়ে ধরে নিয়ে যান বলে অভিযোগ করেন।

মাছ ধরতে নিষেধ করলে তারা তাকে বিভিন্ন ভয়-ভীতি দেখান এবং বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ারও হুমকি প্রদান করেন। এ ঘটনায় তিনি উপজেলা প্রশাসন ও থানায় অভিযোগ করেছেন বলে জানান। এমতাবস্থায় তিনি প্রশাসনের কাছে তার ও পরিবারের নিরাপত্তা দাবি করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS