কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে বিশ্বনাথ কর্মকার ওরফে বিশ্ব (৬০) নামের এক বৃদ্ধ বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার (১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কালাই ইউনিয়নের কালাই কুমারপাড়া গ্রামে। সে ওই গ্রামের ক্ষুদিরামের ছেলে। জানা যায়, বিশ্বনাথ কর্মকার রোববার রাতে তার নিজ বাড়িতে বিষাক্ত ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়ে এবং রাত ৩টার দিকে মারা যায়।
কাহালু থানার এসআই মহিউদ্দিন জানান, পেটের ব্যাথাজনিত কারণে সে বিষাক্ত ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে। এ বিষয়ে কাহালু থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।