ভিডিও

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ০২, ২০২৪, ০৯:১০ রাত
আপডেট: সেপ্টেম্বর ০২, ২০২৪, ১১:৪১ রাত
আমাদেরকে ফলো করুন

গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লেগে আশরাফুল মিয়া (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় গাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল মিয়া নেত্রকোনা জেলার খালিয়াজুড়ী গ্রামের মওলা মিয়ার ছেলে। তিনি গাজীবাড়ী পুকুরপাড় এলাকার জনৈক জজ মিয়ার বাড়ীতে ভাড়া থেকে স্থানীয় একটি পোষাক কারখানায় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন নিহত আশরাফুল। এসময় অসর্তক অবস্থায় রেললাইন পার হতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS