চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরের ৫নং গেইটের কাছে সড়কে ট্রাকের ধাক্কায় পথচারী জামিরুল (৬৫) নিহত হয়েছেন। তিনি পাশের শিয়ালমারা গ্রামের মৃত হাসিমমুদ্দিনের ছেলে।
গতকাল রোববার রাত পৌনে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই ট্রাকসহ চালক পালিয়ে যায়। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।