ভিডিও

জমিতে ধানের চারা রোপণ করতে গিয়ে লাশ হলেন খবির

প্রকাশিত: সেপ্টেম্বর ০৪, ২০২৪, ১২:১৬ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ০৪, ২০২৪, ১২:১৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  চাঁদপুর মতলব উত্তর উপজেলায় একটি খাল থেকে খবির প্রধান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের মান্দারতলী গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

খবির প্রধান মান্দারতলী গ্রামের মৃত গোলাম মোর্তোজা প্রধানের ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।

খবিরের চাচাতো ভাই পাভেল বলেন, মঙ্গলবার বিকেলে জমিতে ধানের চারা রোপণ করতে গিয়েছিল খবির। সন্ধ্যায় বাড়িতে না ফিরলে আমরা খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায় জানতে পাই, কে বা কারা ভাইকে মেরে খালের পানিতে ফেলে রেখে গেছে।

মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন বলেন, খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS