ভিডিও

গাজীপুরে বিট অফিসে ভূমিদস্যুদের হামলা, আহত ৫

প্রকাশিত: সেপ্টেম্বর ০৪, ২০২৪, ০৭:৩৩ বিকাল
আপডেট: সেপ্টেম্বর ০৪, ২০২৪, ০৭:৩৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

গাজীপুরে বন বিভাগের বিট কর্মকর্তার কার্যালয়ে হামলা চালিয়েছে ভূমিদস্যুরা। হামলায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তাসহ ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে জেলার মাওনা - কালিয়াকৈরে আঞ্চলিক সড়কের কালিয়াকৈর উপজেলার কাচিঘাটা রেঞ্জের জাথালিয়া বিট কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জাথালিয়া বিট কর্মকর্তা মাসুম উদ্দিন, প্রহরী, মোজাম্মেল হোসেন, এনামুল হকসহ কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা আমিনুল ইসলাম। বন বিভাগ জানায়, সরকার পতনের পর কাচিঘাটা রেঞ্জের বিভিন্ন এলাকায় বনের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছে ভূমিদস্যুরা। অবৈধ এসব স্থাপনা নির্মাণে বাধা দেয়া ও মামলার প্রস্তুতি নেয় সংশ্লিষ্ট কর্মকর্তারা। তার জের ধরে বুধবার জাথালিয়া এলাকায় একটি স্থাপনা উচ্ছেদ শেষে অফিসে গেলে মুহূর্তেই সেখা হামলা চালায় ভূমিদস্যুরা। এসময় তাদের এলোপাতাড়ি মারধরে দুজন বিট কর্মকর্তা ও তিনজন প্রহরী গুরুতর আহত হন। খবর পেয়ে অন্যান্য বিটের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চন্দ্রা বিট কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আমরা খবর পেয়েছি পার্শ্ববর্তী বিটে হামলা হয়েছে। তরে সেখানে আমরা লোকজনসহ গিয়ে তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। মূলত তারা একটি স্থাপনা উচ্ছেদ করতে গিয়েছিল। উচ্ছেদ শেষে অফিসে আসলে তাদের উপর ভূমিদস্যুরা হামলা চালায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS