ভিডিও

বগুড়ার মোকামতলায় মহাসড়কে সারিবদ্ধ দোকানপাট, সৃষ্টি হচ্ছে যানজট

প্রকাশিত: সেপ্টেম্বর ০৪, ২০২৪, ০৭:৪২ বিকাল
আপডেট: সেপ্টেম্বর ০৪, ২০২৪, ০৭:৪২ বিকাল
আমাদেরকে ফলো করুন

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার মোকামতলায় মহাসড়ক দখল করে বিভিন্ন ফলের দোকানসহ বিভিন্ন পণ্যের দোকান গড়ে তোলা হয়েছে। এতে করে ওই সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে এবং পথচারীদের চলাচলের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দেখা গেছে, ঢাকা-রংপুর মহাসড়কটির মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায় এসব দোকান গড়ে তোলা হয়েছে। চার লেনের সড়কের পূর্বপাশে সড়কটিতে সারিবদ্ধভাবে ২৮ থেকে ৩০টি দোকান গড়ে তোলা হয়েছে। এসব দোকন দিয়ে সড়কটির অর্ধেক অংশ দখল করা হয়েছে। আর বাকি অংশ দিয়ে যানবাহন চলাচলের সময় যানজটের সৃষ্টি হচ্ছে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোরশেদুল ইসলাম বলেন, এসব দোকান আগে সড়কের অন্য পাশে কাঁচাসড়কে ছিল। ওই কাঁচাসড়কে বর্তমানে ড্রেন নির্মাণের কাজ চলছে। তাই হয়তো এখন তারা পাকা সড়কের ওপর দোকান করেছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS