ভিডিও

গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: সেপ্টেম্বর ০৫, ২০২৪, ০২:৩৮ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ০৫, ২০২৪, ০২:৩৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকের ধাক্কায় পিকআপ আরোহী (৪৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন পিকআপচালক ও ট্রাকচালক, ট্রাকচালকের সহকারীসহ আরও ৩ জন। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে ভাওয়াল উদ্যানের সামনে এই দুর্ঘটনাটি ঘটে । 

নিহত আরোহী পিকআপচালকের সহকারী বলে জানা গেছে, তবে নাম জানা যায়নি। আহতদেরও নাম পরিচয় শনাক্ত করা যায়নি। 

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশের সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তা থেকে রাজেন্দ্রপুর আসার পথে ভাওয়াল উদ্যানের ৩ নম্বর গেইটের সামনে ট্রাকের ধাক্কায় পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। পিকআপচালকের সহকারী (কন্ডাক্টর) ঘটনাস্থলে নিহত হন। নিহতের শরীরের খণ্ড খণ্ড অংশ সড়কে পড়ে থাকতে দেখা গেছে। এসময় আহতাবস্থায় তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সালনা হাইওয়ে থানার ডিউটি অফিসার জেসিকা আক্তার জানান, সকালে ৯৯৯ থেকে ফোনে ঘটনা জানতে পেরেছি। সেখানে একজন স্পট ডেড রয়েছে। একাধিক আহত রয়েছে। থানায় খবর দেওয়া হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গেছে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS