নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর জামাল খান সড়কে ‘সানমার বিল্ডিং’ নামের একটি ভবনের পার্কিং থেকে এস আলম গ্রুপের মালিকানাধীন একটি গাড়ি জব্দ করেছে পুলিশ।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে ‘সানমার বিল্ডিং’ নামের একটি ভবনের পার্কিং থেকে ‘চট্ট-মেট্রো-ঘ-১১-৫৩৪৪ নম্বরের পাজেরো গাড়িটি জব্দ করে কোতোয়ালি থানা পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক গাড়ি জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, জামালখান সড়কের একটি ভবনের পার্কিং থেকে এস আলম গ্রুপের মালিকানাধীন একটি দামি গাড়ি জব্দ করা হয়েছে। বিআরটিএ’র নিবন্ধনে গাড়িটি এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সোনালী লজিস্টিকসের নামে নিবন্ধিত। রেজিস্ট্রেশনে নগরীর আসাদগঞ্জ এলাকায় এস আলম গ্রুপের মালিকানাধীন একটি ভবনের ঠিকানা রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।