নিউজ ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা মাদরাসার কাছে বাসের ধাক্কায় কানাই বিশ্বাস (৩০) নামে এক মোটরসাইকেল চালক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কানাই বিশ্বাস কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামের পূর্নেন্দু বিশ্বাসের ছেলে। তিনি ফরিদপুরের সদরপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) তুষার মির্জা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, তারাইল গ্রাম থেকে মোটরসাইকেলে করে নিজ শিক্ষা প্রতিষ্ঠান ফরিদপুরের সদরপুরে যাচ্ছিলেন। এ সময় চাপতা মাদরাসার কাছে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বাস ধাক্কা দেয়। এতে স্কুল শিক্ষক কানাই বিশ্বাস মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।