ভিডিও

কক্সবাজারে রামুতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ০৫, ২০২৪, ০৫:৫১ বিকাল
আপডেট: সেপ্টেম্বর ০৫, ২০২৪, ০৫:৫১ বিকাল
আমাদেরকে ফলো করুন

কক্সবাজারের রামু থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। যার ধারাবাহিকতায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহলদল দুরুমখালি ব্রিজের দক্ষিণ পাশে গোরস্থান রোড নামক স্থানে টহলরত অবস্থায় একটি সন্দেহজনক ইজিবাইক থামানোর সংকেত দেওয়া হয়। এ সময় ইজিবাইকের যাত্রী একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে যাত্রীর ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

উদ্ধার ক্রিস্টাল মেথ আইস যথাযথ নিয়ম অনুসরণ করে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা দেওয়া হয়। পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS