শাহজাদপুর (সিরাজগঞ্জ ) প্রতিনিধি : শাহজাদপুর পৌর এলাকার বাড়াবিল গ্রামে রাহাত (১৮মাস) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাড়াবিল গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শাহজাদপুর পৌর এলাকার বাড়াবিল গ্রামের শাহিন ও তার স্ত্রী ১৮মাস বয়সী শিশু পুত্রকে তার নানির বাড়িতে রেখে ঢাকার একটি গার্মেন্টস এ কাজ করে। ঘটনার দিন বিকেলের কোন এক সময় শিশু রাহাত পুকুরের পানিতে ডুবে মারা যায়।
পরে তার নানি শিশু রাহাতকে না পেয়ে খোঁজাখুজি করার এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।