মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জ থানা পুলিশ আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ধাওয়াগীর উচ্চ বিদ্যালয়ের বহিষ্কৃত প্রধান শিক্ষক ও আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম মর্তুজাকে গ্রেপ্তার করেছে। তাকে উপজেলার মিল্কিপুর গ্রাম থেকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম মর্তুজা উপজেলার রহবল সরকারপাড়া গ্রামের বাসিন্দা।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান শহিদুল মাস্টারের বিরুদ্ধে থানায় হত্যা ও নাশকতা মামলা আছে। ওই মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।
ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি শাহিনুর ইসলাম জানান অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগের তাকে গত ৩০ জুন প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। এছাড়াও বিদ্যালয়ের পক্ষ থেকে দায়ের করা কয়েকটি মামলা বিচারাধীন আছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।