ভিডিও

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ওয়ার্ড বিএনপি সভাপতি নিহত, আহত ৭

প্রকাশিত: সেপ্টেম্বর ০৬, ২০২৪, ০৭:৫১ বিকাল
আপডেট: সেপ্টেম্বর ০৬, ২০২৪, ০৭:৫১ বিকাল
আমাদেরকে ফলো করুন

গাজীপুরের কালীগঞ্জে প্রভাব বিস্তরকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি নিহত হয়েছে। সংঘর্ষে গুরুতর আহত হয়েছে আরো সাতজন। তাদের মধ্যে পাঁচজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ উপজেলাধীন মুক্তারপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বিএনপি নেতার নাম এমদাদুল হক আকলু। তিনি উপজেলার মুক্তারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির বর্তমান সভাপতি।

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় নাশু মার্কেট এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।ঘটনাস্থলেই এমদাদুল হক আকলু নিহত হন। এ সময় আহত হয়েছে সাতজন। তাদের মধ্যে ৫ জনকে কালীগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে বিএনপি নেতাকর্মীদের দাবি, আকলুকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবলু মিয়া দাবি করেন, সকালে আকলু বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে আওয়ামী লীগের ১০-১৫ জন লোক তাকে পিটিয়ে মেরে হত্যা করেছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS