ভিডিও

দিনাজপুরের কাহারোলে কুমারপাড়ার ব্রিজ এখন মরণ ফাঁদ 

প্রকাশিত: সেপ্টেম্বর ০৬, ২০২৪, ০৮:২৯ রাত
আপডেট: সেপ্টেম্বর ০৬, ২০২৪, ০৮:২৯ রাত
আমাদেরকে ফলো করুন

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল উপজেলা সদরে মুকুন্দপুর ইউনিয়নের কাহারোল বাজার থেকে পশ্চিম দিকে নিজিয়া গ্রাম ও সিনেমা হল এলাকার যাওয়ার কুমারপাড়া সংলগ্ন নামক স্থানে খালের ওপর নির্মিত ব্রিজের মাঝখানের ঢালাই ভেঙে পড়ে গেছে। ফলে সাধারণ জনগণ ও পথচারীরা  জীবনের ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছে ব্রিজটি।

মেরামত বা সংস্কারে উদ্যোগ পরিলক্ষিত না হওয়ায় ভাঙা ব্রিজের পাশ দিয়েই বাইসাইকেল, ভ্যান, মোটরসাইকেলে পাড়াপাড় হচ্ছে এখানকার মানুষ। এতে করে যেকোন সময় ঘটতে বড় ধরণের দুর্ঘটনা।  ব্রীজটি সংস্কার বা নিমার্ণের বিষয়ে সংশ্লিষ্ট মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান সরকারের (লিমন) সাথে কথা হলে তিনি জানান, ভাঙা ব্রিজটির বিষয়ে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছেন।

তারা সরেজমিনে পরিদর্শন করে ব্রিজ নির্মাণ বা সংস্কার করার কথা বলেছেন। এদিকে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ফিরোজ আহমেদ জানান, কুমারপাড়ার রাস্তার মাঝখানে ভেঙে যাওয়া ব্রিজটির বিষয়ে অত্র ইউপি চেয়ারম্যান তাকে জানিয়েছেন।

বর্তমানে ঘন ঘন বৃষ্টিপাত হওয়ায় ব্রিজটি নির্মাণ কাজ একটু দেরি হবে এবং অর্থ বরাদ্দ সাপেক্ষে কাজটি বাস্তাবায়ন করা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS