সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় গণ মাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিকেলে বগুড়ার সোনাতলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখার আমির অধ্যাপক ফজলুল করিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, দলের সেক্রেটারী প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, অধ্যাপক মোজাহিদুল ইসলাম, সাংবাদিক মিনহাজুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি ইমরান হোসাইন লিখন, সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম, সাংবাদিক মোশাররফ হোসেন, বদিউদ-জ্জামান মুকুল, জাহিনুর রহমান, প্রভাষক রবিউল ইসলাম, ইসমাইল হোসেন, আব্দুর রাজ্জাক, শামিম হোসেন রতন, আব্দুর রাজ্জাক, শাহিন মিয়া, মিম, আমিরুল প্রমুখ।
আলোচনা সভার এক পর্যায়ে গত ৫ আগষ্ট দুর্বৃত্ত কর্র্তৃক সোনাতলা প্রেস ক্লাবে অগ্নি সংযোগে ক্ষতিগ্রস্ত প্রেস ক্লাবের ফার্নিচার সামগ্রী ক্রয়ের জন্য ১৫ হাজার টাকার অনুদান ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।