দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার আটগ্রাম কালিবাড়ী বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়েন উদ্দীন ও সাবেক সভাপতি মন্টু প্রামানিকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আলাল হোসেন গত রোববার ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়েন উদ্দীন ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মন্টু প্রামানিক সদস্যদের অগোচরে বিদ্যালয়ের অর্থ আত্মসাত করে আসছিলো। সদস্যরা একাধিকবার হিসাব জানতে চাইলে প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি তালবাহানা করে।
গত ২৭ আগস্ট ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আলাল হোসেনসহ অন্য সদস্যরা ব্যাংকের একাউন্ট স্টেটমেন্ট উত্তোলন করে দেখেন প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি ১ লাখ ১৯ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
এছাড়াও বিদ্যালয়ের হাট ইজারার টাকার ভাগ বাটোয়ারা করে আত্মসাৎ করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ময়েন উদ্দীনের মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি।
তবে অপর অভিযুক্ত বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মন্টু প্রামানিক জানান অভিযোগটি সত্য নয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।