ভিডিও

যুবককে কুপিয়ে হত্যা,পুলিশের ধারণা মাদক

প্রকাশিত: সেপ্টেম্বর ০৭, ২০২৪, ০৩:৫৫ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ০৭, ২০২৪, ০৩:৫৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া গ্রামে মহিউদ্দিন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন ওলানপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় রং মিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গৌরীপুর বাজার থেকে বাড়িতে ফিরছিলেন মহিউদ্দিন। ওলানপাড়া মসজিদের কাছে এলে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) রোমেন বড়ুয়া বলেন, ধারণা করা হচ্ছে মাদক সংক্রান্ত বিষয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তদন্তের পরে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS