ভিডিও

বগুড়ায় ভুবন চিল উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ০৭, ২০২৪, ০৮:৪৪ রাত
আপডেট: সেপ্টেম্বর ০৭, ২০২৪, ০৮:৪৪ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : বগুড়ায় অসুস্থ অবস্থায় একটি ভুবন চিল উদ্ধার করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর) এর সদস্যরা এটি উদ্ধার করেন। আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে শহরের মালতিনগর পাইকপাড়া এলাকা থেকে চিলটি উদ্ধার করে চিকিৎসা দিয়ে সামাজিক বন বিভাগে হস্তান্তর করা হয়।

তীর’র সভাপতি হোসেন রহমান জানান, ভুবন চিল মাঝারি আকারের শিকারি পাখি। মূলত এরা নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বাসিন্দা। বৈশ্বিক বিস্তৃতি এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়া পর্যন্ত। দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে কমবেশি নজরে পড়ে।

জলাশয় কিংবা নদ-নদীর কিনারে এদের সাক্ষাৎ মেলে। তিনি আরও বলেন, উদ্ধারের পর দেখতে পাই ভুবন চিলটির একটি ডানা ভাঙা। আমরা ভুবনচিলটিকে বন বিভাগের পরামর্শে প্রাথমিক চিকিৎসা প্রদান করি। এটি আমাদের দেশিয় পাখি।

এর রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের দায়িত্ব আমাদের সকলের। মূলত আবাস ও খাদ্য সংকটের কারণে পাখিটি হারিয়ে যেতে বসেছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS