ভিডিও

টাঙ্গাইলে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

প্রকাশিত: সেপ্টেম্বর ০৯, ২০২৪, ০৭:২৮ বিকাল
আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৪, ০১:৩৯ রাত
আমাদেরকে ফলো করুন

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন পাঁচজন।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. কাউসার আহমেদ আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আব্দুল কদ্দুস।

দণ্ড পাওয়া সাব্বির (৩২) উপজেলার সিংগাটার গ্রামের হাতেম আলীর ছেলে।

পিপি আব্দুল কদ্দুস জানান, ২০১২ সালের ৮ সেপ্টেম্বর ওই শিক্ষার্থীকে অপহরণ করা হয়। দুই দিন পর ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ধনবাড়ী থানায় মামলা করেন। মামলায় সাত জনকে আসামি করা হয়।

তদন্ত শেষে ২০১২ সালের ৩১ ডিসেম্বর ধনবাড়ী থানার তৎকালীন এসআই সোরহাব হোসেন ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান তিনি।

মামলা চলাকালে আসামিরা জামিন পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

সাক্ষ্যগ্রহণ শেষে এক আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর পাঁচ আসামি বেকসুর খালাস পেয়েছেন বলে জানান পিপি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS