ভিডিও

সিরাজগঞ্জে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ মাদককারবারি গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ০৯, ২০২৪, ০৮:৩০ রাত
আপডেট: সেপ্টেম্বর ০৯, ২০২৪, ০৯:২৭ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানাসংলগ্ন গোলচত্ত্বরের উত্তর পাশে অভিনব কায়দায় ফলের ক্যারেটে মাদক পরিবহনকালে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে ওই পরিমাণ ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করে।

এসময় তার সাথে থাকা মাদকদ্রব্য বহন ও কেনাবেচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। র‌্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃত মিজানুর রহমান (২৭) ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের একান্নপুর এলাকার বাবুল হোসেনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে গোপনে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ফেন্সিডিল কেনাবেচা করে আসছিল। তার বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS