মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার রাত ৯টার দিকে পাঁজরভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলো, উপজেলার পাঁজরভাঙ্গা বাজারের মৃত আব্দুস সামাদের ছেলে আতাউর রহমান (৫০) ও একই এলাকার আব্দুল কাদের প্রামাণিকের ছেলে মামুনুর রশিদ বাবু (২৬)।
নওগাঁ জেলা ডিবির ওসি হাসমত আলী জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আলী আকবরের নেতৃত্বে একটি টিম উপজেলার পাঁজরভাঙ্গা বাজােের আতাউর রহমানের বাড়ি থেকে গাঁজাসহ আতাউর ও বাবুকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।