হত্যাকারী শনাক্ত হলেও
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সিসি টিভি ফুটেজ দেখে হত্যাকারীকে পুলিশ শনাক্ত করলেও বগুড়ার সোনাতলায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও মুদি ব্যবসায়ী দুলাল হত্যার ঘটনায় কোন মামলা হয়নি। গত শনিবার দিবাগত রাতে উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর দক্ষিণ পাড়া (বটতলা) এলাকার সাখাওয়াত হোসেন সাফাতের ছেলে মুদি ব্যবসায়ী দুলাল মিয়া (৩২) খুন হন।
পরকীয়া প্রেমের জেরে এই হত্যাকান্ড সংঘটিত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে এসে সিসি টিভি ফুটেজ দেখে হত্যাকারীকে শনাক্ত করে। এরপর গতকাল সোমবার দুপুরে নিহত দুলালের আত্মীয়-স্বজন থানায় মামলা করতে যান।
সেই হত্যা মামলার অভিযোগে প্রকৃত খুনি ছাড়াও আরও ৭/৮ জনকে অভিযুক্ত করা হয়। এ নিয়ে দিনভর পুলিশ ও নিহত ব্যক্তির আত্মীয় স্বজনদের মধ্যে রশি টানাটানি শুরু হওয়ায়, দীর্ঘ ৪৮ ঘণ্টা পার হলেও হত্যা মামলাটি দায়ের হয়নি।
এ বিষয়ে সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা বলেন, হত্যাকান্ডটি পরকীয়া প্রেমের জের ধরে সংঘটিত হয়েছে। আর সেই হত্যাকান্ডের সাথে এক ব্যক্তিই জড়িত, যা পুলিশ সিসি টিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়েছে। অথচ দুলালের আত্মীয়-স্বজন নিরাপরাধ আরও লোকজনকে জড়াতে চান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।