ভিডিও

উখিয়া ক্যাম্পে অ্যাম্বুলেন্স চাপায় রোহিঙ্গা শিশুর মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ০২:৪২ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৪, ০২:৪২ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  কক্সবাজারের উখিয়া কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অ্যাম্বুলেন্স চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত জুবাইরা (৪) একই ক্যাম্পের জি ব্লকের মোহাম্মদ জুবায়েরের মেয়ে। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি অ্যাম্বুলেন্স উপজেলার ৪ নম্বর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিল। পথিমধ্যে কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এক শিশুকে চাপা দেয় অ্যাম্বুলেন্সটি। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় ক্যাম্প সংলগ্ন ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS