দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : গত সোমবার রাতে যাত্রীবেশে ইজিবাইক ছিনতাই সিন্ডিকেটের নারী সদস্য শ্যামলী বেগম ওরফে শাহেবানী (৩০)কে আটক করে জনতা পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় তিন জনের সামে মামলা হয়েছে।
জানা গেছে, কাহালু উপজেলার ভাগজোড়া কালিপাড়া গ্রামের আছির উদ্দীন মন্ডল (৬০) গত সোমবার রাতে নিজ বাড়ি থেকে ইজিবাইক নিয়ে দুর্গাপুর স্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষা করতে থাকে। সন্ধ্যা সাড়ে ৭ টায় একজন মহিলা সহ দুই পুরুষ যাত্রী দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ডে আসার জন্য ১৫০ টাকায় চুক্তিতে ইজিবাইকটি ভাড়া করে।
ইজিবাইক চালক আছির উদ্দীন যাত্রীদের নিয়ে রাত সাড়ে ৮টায় দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড পৌছিলে যাত্রীরা তাদেরকে মাসিন্দা এলাকায় পৌছে দিতে বলে। ইজিবাইক চালক মাসিন্দা যাওয়ার পথে তিশিগাড়ি এলাকার পরিত্যাক্ত একটি চাতালের কাছে পৌছিলে ইজিবাইকে থাকা একজন যাত্রী বমি করবে বলে ইজিবাইক থামাতে বলে।
ইজিবাইক থামানো মাত্রই যাত্রীবেশে দুইজন পুরুষ ইজিবাইক চালককে মারপিট করে ইজিবাইকের চাবি কেড়ে নেয়। এ সময় একজনের ছুরিকাঘাতে ইজিবাইক চালক আছির উদ্দীন রক্তাক্ত যক্ষম হয়ে মাটিতে পড়ে যায়। তারা ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার সময় আছির উদ্দীন চিৎকার করতে থাকে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধারসহ ছিনতাই হওয়া ইজিবাইকের পিছনে ধাওয়া করে।
একপর্যায়ে চ্যাংগা পাকা রাস্তার উপর ইজিবাইকটি আটক করলেও যাত্রীবেশে থাকা দুই পুরুষ ছিনতাইকারী পালিয়ে গেলেও মহিলা যাত্রী কাহালু শেখাহার গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে শ্যামলী বেগম ওরফে শাহেবানীকে আটক করে স্থানীয়রা । পরে তাকে থানায় সপর্দ করে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার জানান, ইজিবাইক চালক আছির উদ্দীন মন্ডলের ছেলে আমিনুল ইসলাম আবু গতকাল মঙ্গলবার তিন জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত ইজিবাইক ছিনতাই সিন্ডিকেটের সদস্য শ্যামলী বেগম ওরফে শাহেবানীকে গত মঙ্গলবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের তৎপরতা চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।