ভিডিও

খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় বিএনপির দোয়া মাহফিল

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৮:৫৯ রাত
আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০১:১০ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বাদ আছর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সহ-সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু ও এড. আব্দুল বাসেত, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম ও কে এম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি ও এনামুল হক নতুন, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, জেলা বিএনপি নেতা সারোয়ার হোসেন, শামীম রেজা শামীম, ইকবাল হোসেন রাজু (কাউন্সিলর), সায়েদুল ইসলাম সায়েদ, সোলায়মান আলী, সহিদুল আলম সঞ্জু, এড. আব্দুল মতিন, জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মমি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম শুভ, সদস্য সচিব আবু হাসান, গাবতলী উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আখতারুজ্জামান লিটন ও মিজানুর রহমান মিন্টু প্রমুখ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS