ভিডিও

নাটোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৯:৫৫ রাত
আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৯:৫৫ রাত
আমাদেরকে ফলো করুন

নাটোর প্রতিনিধি : নাটোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম সরকার (৫৫) ও জুলফিকার আলী (৫১) নামের দুইজন নিহত হয়েছে। দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম সরকার নাটোর শহরের মোহনপুর এলাকার আব্দুল হামিদের ছেলে এবং নিহত জুলফিকার আলী বড়ালঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও বাগাতিপাড়া উপজেলার তমালতলা এলাকার জনৈক তাহের আলীর ছেলে। আহত আনোয়ার হোসেন বাগাতিপাড়ার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম সরকারকে মৃত ঘোষণা করেন। অপর দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুলফিকার আলী মারা যান।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS