নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া ও মুদারকান্দি কবরস্থানের অজুখানা থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২২) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে কবরস্থানের অজুখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, সকালে স্থানীয় এক ব্যক্তি অজুখানায় তরুণীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। তার বয়স আনুমানিক ২২ বছর হবে। এলাকাবাসী কেউ তাকে চিনতে পারছে না। নিহতের শরীরের উপরের অংশ ছিল বস্ত্রহীন। তার মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, ওই তরুণীকে এখানে ডেকে এনে হত্যা করা হয়েছে।
গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে নিহত তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। হত্যার আগে ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।