নিউজ ডেস্ক: গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে কৃষ্ণ বাগচি (২৫) নামে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষ্ণ বাগচী জেলা শহরের গেটপাড়া এলাকার শরত বাগচির ছেলে। তিনি রেলস্টেশনে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন। রাজবাড়ী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিধান চন্দ্র মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান কৃষ্ণ। শুক্রবার সকালে রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে রাজবাড়ী রেলওয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।