কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলার অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের পাশে খালের মধ্যে থেকে রাইফেলের ৪৫ টি গুলির খোসা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ওই খালের পানিতে মাছ ধরার সময় ছোট্ট একটি টিনের কন্টেনারের মধ্যে উল্লেখিত পরিমান গুলির খোসা পাওয়া যায়।
গুলি ব্যবহার করার পর খোসা গোপনে ফেলে দেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সংবাদ পেয়ে কাহালু থানার এস আই রুবেল প্রামানিক বিকেলে ঘটনাস্থলে গিয়ে গুলির খোসাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।