ভিডিও

বৃষ্টির পানিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৪, ০৬:২০ বিকাল
আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৪, ১০:৫৯ রাত
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: মাগুরায় বৃষ্টির পানিতে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন।

সোমবার (১৬ সেপ্টম্বর) দুপুরে তিনি মারা যান। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া অলিয়ার হোসেন মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দোয়ার পাড় এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, টানা কয়েদিনের বৃষ্টিতে ঘের ও পুকুরের সব মাছে ভেসে গেছে। শহরের বিভিন্ন স্থানে লোকজন মাছ ধরছেন। অলিয়ার হোসেন আজ স্ত্রীকে সঙ্গে নিয়ে দোয়ারপাড় এলাকায় মাছ ধরতে যান। এ সময় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসলে গুরুতর আহত হন তিনি। স্থায়ীরা পানির মধ্য থেকে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ আলিয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় আলিয়ার হোসেনের স্ত্রী দূরে থাকায় তার কোনো ক্ষতি হয়নি। 

ওসি মেহেদি রাসেল বলেন, শহরের দোয়ারপাড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS