শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে আব্দুর রশিদ (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। তিনি উপজেলার চোপীনগর ইউনিয়নের চক চুপিনগর গ্রামের মৃত আব্দুল জোব্বারের ছেলে।
স্থানীয়রা জানান, আব্দুর রশিদ পেশায় একজন দর্জি এবং চিরকুমার ছিলেন। গত শনিবার ফজরের নামাজের পর তিনি হাঁটতে বের হয়ে আর বাড়ি ফিরেননি। এর ৩দিন পর সোমবার সকালে চক চুপিনগর উত্তরপাড়া গ্রামের একটি পুকুরে তার লাশ ভেসে থাকতে দেখেন গ্রামবাসী।
সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন। শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানিয়েছেন, কারও কোন অভিযোগ না থাকায় লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।