ভিডিও

জয়পুরহাট সদর থানা হতে লুট হওয়া অস্ত্র উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৭:১২ বিকাল
আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৭:১২ বিকাল
আমাদেরকে ফলো করুন

জয়পুরহাট জেলা প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গত ৫ আগস্ট জয়পুরহাট সদর থানা  থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে সাতটায় সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ ৭.৬২ একটি চায়না পিস্তল, একটি ম্যাগজিন, ৩৭ রাউন্ড গুলি, একটি পিস্তলের কভার উদ্ধার করেছে।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব জানান, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গত ৫ আগস্ট দুস্কৃতকারীরা সদর থানা থেকে অস্ত্র ও বিভিন্ন মালামাল লুট করে।

লুটকৃত অস্ত্রের মধ্যে পুলিশ পৌর এলাকার সিমেন্ট ফ্যাক্টরী মাঠের পূর্ব পাশের ঝোপের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি চায়না পিস্তল, ১টি ম্যাগজিন, পিস্তলের ৩৭ রাউন্ড গুলি ও পিস্তলের একটি কভার উদ্ধার করা হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS