বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরে বড়াইগ্রামের বনপাড়া হাটে বিপুল পরিমাণ অবৈধ কারেন্টজাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সকালে গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসনের আগমনের খবর পেয়ে পালিয়ে যাওয়ার সময় কিছু জাল ফেলে যায়। জালগুলোর মালিকের খোঁজ না পেয়ে, সেগুলো জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।