ভিডিও

বগুড়ার সারিয়াকান্দিতে ঝড়ে গাছ পড়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৪, ০৭:১৩ বিকাল
আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৪, ১০:৫৩ রাত
আমাদেরকে ফলো করুন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে ঝড়ে গাছ পড়ে অয়েদা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। অয়েদা বেগম উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের পুলিশ লাইন এলাকার মৃত সাহেব আলীর স্ত্রী।

এলাকাবাসী জানান, আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ-ই ঝড় শুরু হয়। ওই সময় ওয়েদা বেগম তার নাতনিকে নিয়ে বাড়ির সামনে গাছের নিচে বসে ছিলেন। এ সময় ঝড়ে একটি ইউক্যালিপ্টাস গাছ ভেঙে তার মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওয়েদা বেগমের ছোট ছেলের বউ খালেদা বেগম বলেন, মেয়ের কান্না শুনে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি আমার শাশুড়ির মাথায় গাছ পড়ে থেতলে গেছে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ওই বৃদ্ধার লাশ তার পরিবারের কাছে হস্তান্তার করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS