ভিডিও

সাভারে পেশাক শিল্পে বিশৃঙ্খলায় উস্কানির অভিযোগে আটক ৮

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০২:৩৪ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৭:৩৬ বিকাল
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় বিশৃঙ্খলায় উস্কানি দেওয়ার অভিযোগে ৮ জনকে আটক করেছে যৌথবাহিনী। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়। 

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

এরা হলেন- আশুলিয়ার দেওয়ান আব্দুল হাই (৫২), টাঙ্গাইলের গোপালপুরের পাটলপাড়ার রনি (২৭), আশুলিয়ার মো. জাহিদুল ইসলাম (২৪), কুমিল্লার বড়ুরার শাহাপরান (৩৩), টাঙ্গাইলের নাগরপুরের মো. রাব্বি মিয়া (২৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের গুপ্তমানিক এলাকার মো. মিজানুর রহমান (৩৮), চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আমনুরা জংশন এলাকার জাহিদুল (৩৮) ও আশুলিয়ার গাজীরচট এলাকার মো. শুক্কুর আলী (৪০)।

পুলিশ জানায়, আশুলিয়াসহ ঢাকার পোশাক শিল্পখাতকে অস্থিতিশীল করতে একটি চক্র চেষ্টা করছে। তারা এ শিল্পখাতকে ধ্বংসে শ্রমিকদের উস্কানি দিয়ে আসছে। সাম্প্রতিককালে আন্দোলনরত শ্রমিকদের উস্কানি দিয়ে বিভিন্ন কারখানায় ভাঙচুর, গাড়ি পুড়িয়ে দেওয়াসহ নানা ক্ষয়ক্ষতি ঘটায় তারা। এ উস্কানিদাতাদের আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ৮ জনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS