ভিডিও

নাটোর সিংড়ায় ভুয়া চিকিৎসককে দুই লাখ টাকা জরিমানা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৪:১৭ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৪:১৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ভুয়া এক চিকিৎসকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিংড়া উপজেলার চাউলপট্টি মোড়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে এমবিবিএস ডিগ্রি ছাড়া রোগী দেখতেন এসএম জাহাঙ্গীর আলম নামের ওই ভুয়া চিকিৎসক। তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে প্রেসক্রিপশন লিখতেন। এছাড়াও মেডিক্যাল প্রাকটিস কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৪ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম আলমাস, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS