সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহার রেলওয়ে এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৩৭) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ অক্টোবর) সকালে সান্তাহার রেলওয়ে থানাধীন জয়পুরহাটের জামালগঞ্জ রেলস্টেশনের সাহারপুর গোয়ালপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, বুধবার সকালে জয়পুরহাট জামালগঞ্জ রেলওয়ে স্টেশনের সাহারপুর গোয়ালপাড়া নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।