ভিডিও

শেরেবাংলা নগরে ছিনতাই চক্রের সশস্ত্র সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: অক্টোবর ০৩, ২০২৪, ০৪:৩২ দুপুর
আপডেট: অক্টোবর ০৩, ২০২৪, ০৪:৩২ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার শেরেবাংলা নগর এলাকায় রুবেল নামে পেশাদার সশস্ত্র ছিনতাইকারী চক্রের অন্যতম এক সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির শেরেবাংলা নগর থানা পুলিশ।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান জানান, বুধবার (২ অক্টোবর) রাতে শেরেবাংলা নগর থানার পাকা মার্কেটের সামনে কিছু লোক ধারালো অস্ত্রসহ ছিনতাইয়ের উদ্দেশ্যে সমবেত হয়ে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় চক্রের অন্য দুই সদস্য কৌশলে পালিয়ে যায়। রুবেলের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার রুবেল পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। চক্র দীর্ঘদিন ধরে শেরেবাংলা নগর এলাকা দিয়ে চলাচলকারী লোকদের আটকে অস্ত্রের মুখে কখনো জিম্মি করে, কখনো অস্ত্র ব্যবহার করে গুরুতর জখম করে মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। 

গ্রেপ্তার রুবেল ও চক্রের অন্যান্য সদস্যরা ওই এলাকা ছাড়াও ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছিনতাই ও চুরি করে বলে স্বীকার করে। 

রুবেলের বিরুদ্ধে ছিনতাই, ছিনতাইয়ের চেষ্টা, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ সাতটি নিয়মিত মামলা রয়েছে। শেরেবাংলা নগর থানার মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক দুই সদস্যসহ চক্রের অন্যান্যদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS