ভিডিও

হাতিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ০৩, ২০২৪, ০৬:০৭ বিকাল
আপডেট: অক্টোবর ০৩, ২০২৪, ০৬:০৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২অক্টোবর ) রাতে পৃথক দুটি বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- চৌধুরীখাল এলাকার আজহার উদ্দিনের স্ত্রী সাহেরা খাতুন (৭০) এবং জাহাজমারা ৯ নং ওয়ার্ডের আমতলী বাজারের এনায়েত হোসেনের ছেলে পাকনুর মাঝি (৪০)।

বজ্রপাতে নিহত সাহেরা বেগমের ছেলে শাহাদাত হোসেন বলেন, বুধবার বিকেল থেকে নিঝুমদ্বীপে বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। রাতে বাড়ির পাশে একটি বজ্রপাত হয়। আমার মা তখন ঘরের বাহিরে ছিলেন। এ সময় বজ্রপাতের শব্দে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

নিঝুমদ্বীপের ইউপি সদস্য কেফায়েত উল্যাহ বলেন, বুধবার সন্ধ্যার পর নিঝুমদ্বীপের চৌধুরীখাল এলাকায় মাছ ধরতে যায় পাকনুর মাঝি। মাছ ধরা অবস্থায় বজ্রপাতের আঘাতে তার মৃত্যু হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS