কক্সবাজারের চকরিয়ায় চলন্ত ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছে। খবর পেয়ে থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে পূর্ব বড় ভেওলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান- চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় আনুমানিক ৬০ বছর বয়সের এই বৃদ্ধ নিহত হন। তবে নিহত ওই বৃদ্ধের পরিচয় শনাক্ত করা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না। তিঁনি বলেন, ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। খবর পৌঁছানো হলে নিহতের লাশ উদ্ধারের পর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।