চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের কুকরিপাড়া গ্রামে বিজিবির অভিযানে একটি বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ৪৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় কেউ আটক হয়নি।
গত বুধবার দিবাগত বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে গোপন খবরের ভিত্তিতে বিজিবির ফতেপুর বিওপির একটি দল সীমান্ত পিলার ১০/২ এস এর কাছে ওই গ্রামে অবস্থান নিয়ে দুই ব্যক্তিকে একটি বস্তা নিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। তবে ওই চোরাকারবারিরা বিজিবির অবস্থান বুঝতে পেরে বস্তা ফেলে কাঁটাতারের বেড়াবিহীন সীমান্ত দিয়ে পুনরায় ভারতের ভেতরে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে ওইসব চোরাচালান মালামাল পাওয়া যায়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মনির-উজ-জামান বলেন, ধারণা করা হচ্ছে আসন্ন দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে ওইসব মালামাল পাচার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।