নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা শুক্রবার (৪ অক্টোবর) থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। এর আগে, গত ২৮ সেপ্টেম্বর খৈয়াছরা ঝরনায় পর্যটক প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়।
চট্টগ্রাম উত্তর বন-বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, গত ২৭ সেপ্টেম্বর খৈয়াছরা ঝরনায় পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়। বিষয়টি নজরে আসে বন বিভাগের।
‘এরপরই ঝরনার ঝুঁকিপূর্ণ পাথর অপসারণের উদ্যোগ নেওয়া হয়। সেই সঙ্গে পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের পর শুক্রবার থেকে পুনরায় পর্যটনকেন্দ্রটি খুলে দেওয়া হয়েছে।’- যোগ করেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।