চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে ১৩ লাখ টাকার ১১৬.৫৪ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণসহ ভারতে ঢোকার পূর্বমুহূর্তে আজিম খান নামে এক বাংলাদেশি যাত্রীকে গ্রেপ্তার করেছে বিজিবি ও কাস্টমস সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার স্বর্ণ পাচারের গোপন খবরের ভিত্তিতে তল্লাশি অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মুন্সিগঞ্জের সিরাজদীখান থানার শেকরনগর গ্রামের মৃত সামসুল হক খানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, স্বর্ণ চোরাচালান চেষ্টার এ ঘটনায় বাংলাদেশি পাসপোর্টধারী ওই ব্যক্তিকে সন্ধ্যায় শিবগঞ্জ থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।