তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর গাড়ি বহরে হামলা মামলায় সাবেক কাউন্সিলর মো. শামীম সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৪ অক্টোবর) বিকেল ৩ টায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শামীম সরকার (৪৫) তাড়াশ পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন।
উল্লেখ্য, ২০১৮ সালে ১১ সেপ্টেম্বর একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনি প্রচারণা চলাকালে, তার গাড়ি বহরে হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টায় গত ১১ সেপ্টেম্বর একটি মামলা করা হয়। আর এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।