কাহালু (বগুড়া) প্রতিনিধি : কেন্দ্রীয় কৃষকদলের ও বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মো. মোশারফ হোসেন বলেছেন, বিএনপি’কে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হলে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাইকে বিএনপি’র পতাকাতলে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর এ দেশকে সুন্দরভাবে পরিচালনা করা একমাত্র বিএনপি’র পক্ষেই সম্ভব।
গত বুধবার রাতে বগুড়া জেলার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বাথই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারহট্ট ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে বাথই গ্রাম কমিটি গঠনের লক্ষ্যে সেখানে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপি’র ওয়ালেদ হোসেন জুয়েলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’রসহ-সভাপতি ফরিদুর রহমান ফরিদ, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র মো. আব্দুল মান্নান, পৌর বিএনপি’র সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপি’র হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপি’র আব্দুল মোমিন, আব্দুল করিম, পৌর বিএনপি’র মোহাম্মাদ আলী ভূইয়া, প্রভাষক মো. শাহাবুদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আবুল কালাম আজাদ, ফাহিম আহম্মেদ সুমন, উপজেলা ছাত্রদলের মুরাদ হোসেন মধু, হাবিবুর রহমান হাবিব, রাকিব ইমতিয়াজ শাওন, নারহট্ট ইউনিয়ন বিএনপি’র ইদ্রিস আলী, এস. এম রায়হান, আব্দুল গফুর সরদার, ৬নং ওয়াডে বিএনপি’র যাহাবুল ইসলাম, গোলাম মোস্তফা, আক্কাস আলী প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।