স্টাফ রিপোর্টার : বগুড়ায় ১০২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টার দিকে জেলা পুলিশের একটি টিম মোকামতলার মুরাদপুরে মীর রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশন এর সামনে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিল ও একটি স্কুল ব্যাগসহ মো: সুজন (২৪) নামে একজনকে গ্রেপ্তার করে।
ধৃত সুজন নারায়নগঞ্জের রুপপুরের মাছুমাবাদ এলাকার মো: শফিক মিয়ার ছেলে। অপরদিকে, আজ শুক্রবার (৪ অক্টোবর) বেলা দেড়টার দিকে একই এলাকা হতে ৪২ বোতল ফেনসিডিলসহ মো: রাবিব আলী (২০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
ধৃত রাব্বি ঠাকুরগাও এর বালিয়াডাঙ্গি উপজেলার -দক্ষিণদূয়ারী জিয়াবাড়ি এলাকার মো: মহসিনের ছেলে। ধৃত ২জনকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।