নিউজ ডেস্ক: গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে চেচানিয়াকান্দি এলাকায় ট্রাকের ধাক্কায় তনয় মজুমদার (২১) নামে এক মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) রাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তনয় মজুমদার মুকসুদপুর উপজেলার বহুগ্রামের লক্ষণ মজুমদারের ছেলে ও টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী ছিল। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই বন্ধু।
স্থানীয় সূত্রে জানা যায়, তনয় দুই বন্ধুকে নিয়ে গোপালগঞ্জ জেলা শহরে নতুন মোটরসাইকেল কিনতে আসেন। ফেরার পথে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিন জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তনয়কে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হিটলার বিশ্বাস বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিন জনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তনয় মরা যান। বাকি দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।