ভিডিও

ডিমের দাম ৩ টাকা বেশি রাখায় জরিমানা ১০ হাজার টাকা

প্রকাশিত: অক্টোবর ০৫, ২০২৪, ০৬:৪৯ বিকাল
আপডেট: অক্টোবর ০৫, ২০২৪, ০৯:৩৯ রাত
আমাদেরকে ফলো করুন

ফরিদপুরে সরকার নির্ধারিত মূল্যে থেকে বেশি দামে ডিম বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের বিভিন্ন দোকানে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

শহরের চক বাজারের অভিযানকালে ডিম ব্যবসায়ী একতা ট্রেডার্সের মালিক মো. জাহিদ হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, সরকারিভাবে প্রতিটি ডিমের মূল্য ধরা হয়েছে ১১ টাকা ৮৭ পয়সা। কিন্তু ওই দোকানদার তার থেকে ৩ টাকা ১৩ পয়সা বেশি দামে ডিম বিক্রি করছিলেন। পাশাপাশি তিনি ডিম কেনা ও বেচার রশিদ দেখাতে পারেননি। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি দল চকবাজারসহ ফরিদপুরের বিভিন্ন বাজারের ডিমের দোকানে সরকার নির্ধারিত ডিমের মূল্য তালিকা টানিয়ে দেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS